বন্ধ হয়ে গেল শ্যামবাজারের বিখ্যাত মিত্রা সিনেমা হল
সিনেওয়াল৭: বন্ধ হয়ে গেল শ্যামবাজারের বিখ্যাত মিত্রা সিনেমা হল। খরচ চালাতে না পেরেই সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মালিক দীপেন্দ্র কৃষ্ণ মিত্র। উত্তর কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে মিত্রা সিনেমা হলের নাম। আর তাই এই হল বন্ধ হয়ে যাওয়াতে দুঃখ পেয়েছেন বহু মানুষ।
এই বিখ্যাত সিনেমা হলের মালিক জানিয়েছেন, ‘সিঙ্গল স্ক্রিনে এখন আর দর্শক আসেন না ছবি দেখতে। লাভের কথা তো দূর, হল চালানোর খরচও উঠছিল না বেশ কয়েক বছর ধরে। আর তাই শেষ পর্যন্ত এই হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ৮৮ বছরের পুরনো এই হল ভেঙে সেখানে শপিং মল তৈরি করা হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ১৯৩১ সালে এই সিনেমা হলের পথ চলা শুরু। প্রথমে এই সিনেমা হলের নাম ছিল চিত্রা সিনেমা। পরে ১৯৬৩ সালে এই হলের মালিকানা কেনেন জমিদার হেমন্ত কৃষ্ণ মিত্র। হলের নাম পাল্টে রাখা হয় মিত্রা সিনেমা। তারপর থেকে কলকাতার পরিবর্তনের সাক্ষী থেকেছে এই হল। বহু ব্লকবাস্টার ছবি দেখানো হয়েছে এই হলে। আর কোনওদিন এখানে মুক্তি পাবে না ছবি। (সৌজন্যেঃ আজকাল ওয়েব)
No comments