Breaking News

মুভি: দ্য গডফাদার–সর্বকালের সেরা মাফিয়া ক্লাসিক


সিনেওয়াল৭: আমেরিগো বনসেরা তার কন্যার উপর ধর্ষণ চেষ্টার বিচার চাইতে এসেছেন গডফাদার ডন ভিটো কর্লিয়নির কাছে। কোলে বিড়াল নিয়ে ডেস্কে বসে আছেন গডফাদার। বনসেরা তার কন্যার বিচার চাইতে পুলিশের কাছে গিয়ে বিচার না পেয়ে গডফাদারের দ্বারস্থ হন৷ ভিটো কর্লিয়নি সিসিলিয়ান টানে ইংরেজিতে তার মৃদু খসখসে কণ্ঠে বনসেরা কে জিজ্ঞেস করেন- why did you go to the police? why didn’t you come to me first? গডফাদার তার প্রথম প্রশ্নেই বুঝিয়ে দেন, হু ইজ দ্যা রিয়াল গডফাদার। বনসেরা ভিটো কর্লিয়নির হাতে চুমু খেয়ে তাকে গডফাদার স্বীকৃতি দিয়ে মেয়ের উপর নির্যাতনকারীর বিচার চাইলে ভিটো কর্লিয়নির বলেন- accept this justice as a gift on my daughter’s weeding day. সিনেমার শুরু এমন একটি অসাধারণ দৃশ্যের মাধ্যমে। যেখানে প্রথম দৃশ্যেই বুঝিয়ে দিয়েছেন সিনেমার পুরো ২ ঘণ্টা ৪৮ মিনিট কেমন হতে পারে।

সর্বকালের অন্যতম এক সেরা ছবি ধরা হয় ১৯৭২ সালের নির্মিত ফ্রান্সিস ফোর্ড কাপেলোর দ্যা গডফাদার সিনেমাকে। ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক মারিও পূজোর বিখ্যাত উপন্যাস ‘দ্য গডফাদার’ এর উপর চিত্রনাট্য তৈরি করেন লেখক ও পরিচালক দুজনে। দীর্ঘ সময় জুড়ে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার থাকা মারিও পূজোর ‘দ্য গডফাদার’ কাল্পনিক আমেরিকান মাফিয়া চরিত্রের ডনদের ন্যায় অন্যায়ের দ্বন্ধ, পারিবারিক সম্পর্ক, শ্রদ্ধা, দায়িত্ববোধ, তাদের কৃতকর্মের রূপ এসব উপন্যাসে তুলে ধরেন।

No comments