সিনেমা, বিনোদনে শত শত কোটি ডলার ঢালছে সৌদি
সিনেওয়াল৭: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবে আগামী দশকে সেখানকার বিনোদন শিল্পে প্রায় সাড়ে ছশো কোটি ডলার লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদির জেনারেল এন্টারটেইন অথরিটির প্রধান আহমেদ বিন আকিব আল-খাতিব জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ সরকারি ও বেসরকারি, উভয় খাত থেকেই আসবে।
পুরো সৌদি আরব জুড়ে সে দেশের পঞ্চাশটি শহরে এই বছরে পাঁচ হাজারেরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
রাজধানী রিয়াধে এর মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের ধাঁচে একটি অপেরা হাউস নির্মাণেরও কাজ শুরু হয়েছে।
মি আল-খাতিব বলছেন, "ইনশাল্লাহ্, ২০২০ সালের মধ্যেই আপনারা দেখতে পাবেন সৌদি আরবে সত্যিকারের পরিবর্তন ঘটে গেছে।" (সৌজন্যেঃ বিবিসি)
No comments