Breaking News

শুধু উৎসব ঘিরেই মুক্তি পাচ্ছে সিনেমা


সিনেওয়াল৭ঃ  বাংলাদেশের সিনেমা শুধুই কি উউতসবকেন্দ্রিক হয়ে উঠছে? ঈদকে কেন্দ্র করেই পরিচালক-প্রযোজকদের সিনেমা মুক্তি দেয়ার জোর প্রস্তুতি শুরু হয়ে যায়। অসংখ্য সিনেমার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকটা মাত্র মুক্তি পায়। এবার দুই বাংলার যৌথ প্রযোজিত নতুন দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটা সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, অন্যটায় থাকছে কলকাতার জিত। নায়িকা হিসেবে শাকিব খানের সঙ্গে রয়েছেন কলকাতার শ্রাবন্তী। কলকাতার জিতের সঙ্গে রয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। একজনের সঙ্গে কলকাতার নায়িকা, অন্যজনের সঙ্গে বাংলাদেশের। (সৌজন্যেঃ দ্য ডেইলি স্টার) 

No comments