Breaking News

বকেয়া টাকা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কি আর্টিস্টস ফোরাম?

প্রসেনজিত 
সিনেওয়াল ৭: বিগত তিন মাস ধরে বাংলা টেলিজগত সরগরম বহু শিল্পী-টেকনিসিয়ানদের বকেয়া পেমেন্ট নিয়ে। বহু প্রযোজকের বিরুদ্ধেই টাকা বাকি রাখার অভিযোগ রয়েছে বহুদিন ধরেই। তার মধ্য়ে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত রানা সরকার এবং তাঁর সংস্থা দাগ সি মিডিয়া। এই সংস্থার বিরুদ্ধে বিভিন্ন ধারাবাহিকের বেশিরভাগ শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিকের টাকা বাকি রাখার অভিযোগ রয়েছে। আগামীকাল ২৫ মে একটি আপৎকালীন সাংবাদিক বৈঠক ডেকেছে আর্টিস্টস ফোরাম। টেলিজগতের একাংশের ধারণা, বকেয়া টাকার ইস্যুতেই এবার বড়সড় পদক্ষেপ নিতে পারে ফোরাম।

সম্প্রতি বকেয়া টাকা সংক্রান্ত অসন্তোষের কারণেই ‘মহাপ্রভু শ্রীচৈতন্য়’ ধারাবাহিকের মূল চরিত্রের অভিনেতা শুভ রায়চৌধুরী ধারাবাহিক থেকে সরে গিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি সরাসরি জানিয়েছিলেন তাঁর অসন্তোষের কথা। শুধুমাত্র শুভ রায়চৌধুরী নন, ‘আমি সিরাজের বেগম’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘খনার বচন’ ও ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের বহু শিল্পী-কলাকুশলীই তাঁদের পারিশ্রমিক পাননি বলে জানা গিয়েছে। অসন্তোষ ক্রমশ বাড়তে থাকায় গত পয়লা মে একটি আপৎকালীন বৈঠক ডাকে আর্টিস্টস ফোরাম। প্রায় সাড়ে চার ঘণ্টার বৈঠক শেষে ফোরামের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছিলেন যে কিছু আইনি জটিলতা রয়েছে এই পেমেন্টের বিষয়ে। সেই জটিলতাগুলি কেটে গেলেই শিল্পীরা তাঁদের পারিশ্রমিক পেয়ে যাবেন। তবে ঠিক কবে সেই জটিলতা কাটবে তার কোনও নির্দিষ্ট সময়কাল তখনও স্পষ্ট ছিল না। (সৌজন্যেঃ https://indianexpress.com/

No comments